একাদশী পারন মন্ত্র (Ekadashi Parana Mantra) বাংলা, ইংরেজী

আপনি কি জানেন একাদশী পারন মন্ত্র? যদি না জেনে থাকেন তাহলে এই পোষ্ট ট আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ”একাদশী পারন মন্ত্র” যা প্রতিটি একাদশীতে কাজে আসবে।

আমরা তো অনেকেই একাদশী ব্রত পালন করি, তাই না? কিন্তু কতোজন জানি “একাদশী পারন মন্ত্র”? অনেকেই হয়তো এই মন্ত্র জানেন না। আপনি কি জানেন? যদি না জেনে থাকেন, তাহলে এই Sonatoni.Com থেকে একাদশী পারন মন্ত্র’টি জানতে পারবেন।[adinserter block=”1″]

একাদশী পারন মন্ত্র (Ekadashi Parana Mantra)

”একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব।।”

– এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারন করতে হয়।

Ekadoshi Paron Montro[adinserter block=”2″]

গীতা মাহাত্ম্যে উল্লেখ আছে-

”যোহধীতে বিষ্ণুপর্বাহে গীতাং শ্রীহরিবাসরে।
স্বপন জাগ্রৎ চলন তিষ্ঠন শত্রুভির্ন স হীয়তে।।”

অর্থাৎঃ শ্রী বিষ্ণুর পর্বদিনে, একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন , তিনি চলুন বা দাড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন,(যে অবস্থায়ই থাকুন না কেন) শত্রু কখনো তার কোন ক্ষতি করতে পারেনা।

এই ছিলো আজকের লিখা। আশা করি আজকে আপনারা জানতে পারলেন একাদশী পারন মন্ত্র। পোষ্ট টি উপকারী মনে হলে শেয়ার করতে ভুলবেন না।

এই লিখাটিতে কোন প্রকার ভুল থাকলে কৃপা করে কমেন্ট বক্সে জানাবেন। আমরা দ্রুত সংশোধন করার চেষ্ট করবো। সকলের জন্য শুভকামনা। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুন।

1 thought on “একাদশী পারন মন্ত্র (Ekadashi Parana Mantra) বাংলা, ইংরেজী”

  1. ও৺অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব। প্রসীদ সুমুখো নাথ জ্ঞানদৃষ্টি প্রদো ভব।।

    Reply

Leave a Comment