Maha Shivratri 2021: মহা শিব রাত্রি ২০২১ সময়

Do you want to know Maha Shivratri 2021 (শিব রাত্রি ২০২১ সময়) Date Time and Tithi for Bangladesh, India, Nepal? So here is the full-time table for Shivratri. আপনি এই পোষ্টের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও নেপালের সময়সূচি জানতে পারবেন।

Maha Shivratri 2021

আমরা এই পোষ্টের মাধ্যমে Maha Shivratri 2021 – শিব রাত্রি ২০২১ সময় Date Time শেয়ার করতে চলেছি। আপনারা এই পোষ্টের মাধ্যেমে শিব রাত্রি পূজার সময়, কিভাবে পূজা করতে হয়, এবং জানা অজানা সকল তথ্য জানতে পারবেন।

শিব রাত্রি ২০২১ সময় – Maha Shivratri 2021

আপনারা হয়তো অনেকেই শিব রাত্রি ২০২১ সময় জানার জন্য গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে সার্চ করতেছেন। প্রতিবছরই ভগবান শিবের ভক্তগন তার আরাধনার জন্য সঠিক সময়সূচি জানতে চেয়ে ইন্টারনেটে সার্চ করেন। কয়েকদিন আগে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে কয়কজন মানুষ ”শিব রাত্রি ২০২১ তিথী” জানতে চেয়ে মেসেজ করেছিলেন।

Maha Shivratri 2021 Images

আপনিও যদি তাদের মতো শিব রাত্রি ২০২১ এর তিথী সম্পর্কে সঠিক ধারনা পেতে চান, তাহলে এই পোষ্ট টি আপনাকে অনেক তথ্য দিয়ে সহায়তা করবে। কেননা, আজকে আমরা ২০২১ সালের মহা শিব রাত্রির সময়সূচি তুলে ধরেছি।

শিব রাত্রি ২০২১ তিথী (মহাশিবরাত্রি পুজোর সময়)

এখানে আমরা বাংলাদেশের সময় অনুযায়ী পূজার সময় তুলে ধরেছি। আপনার মনে কি প্রশ্ন জেগেছে যে, আমি ভারতে বসবাস করি, তাহলে আমাদের সময় কি? অথবা বাংলাদেশ ও ভারতের সময় কি এক? না!

বাংলাদেশ আর ভারতের সময়ে ৩০ মিনিটের পার্থক্য রয়েছে। আপনি যদি ভারতে বসবাস করেন, তাহলে বাংলাদেশের সময় থেকে ৩০ মিনিট যোগ করলে ভারতের সময় পাবেন। অর্থাৎ এখন যদি বাংলাদেশ সময় ১১ মার্চ ২০২১ রাত ১১ টা হয়, তাহলে ভারতের সময় হবে ১১ মার্চ ২০২১ রাত ১১ টা বেজে ৩০ মিনিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

তাই আর দেরি না করে দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি পুজোর সময়সূচি!

Maha Shivratri 2021 Pic

নিশিতা কাল পুজোর সময়:

১১ মার্চ ২০২১ রাত ১১টা ৪৪ মিনিট থেকে রাত ১২টা ৩২ মিনিট পর্যন্ত। অর্থাৎ নিশিতা কাল পুজো মোট ৪৮ মিনিট স্থায়ী হবে।

রাত্রি প্রথম প্রহর পুজোর সময়:

১১ মার্চ ২০২১ সন্ধে ৬টা ২৭ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট পর্যন্ত।

রাত্রি দ্বিতীয় প্রহর পুজোর সময়:

১১ মার্চ ২০২১ রাত ৯টা ২৯ মিনিট থেকে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।

রাত্রি তৃতীয় প্রহর পুজোর সময়:

১২ মার্চ ২০২১ রাত ১২টা ৩১ মিনিট থেকে রাত ৩টা ৩২ মিনিট পর্যন্ত।

রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময়:

১২ মার্চ ২০২১ রাত ৩টা ৩২ মিনিট থেকে ভোর ৬টা ৩৪ মিনিট পর্যন্ত।

You May Also Like: Maha Shivratri 2022

মহাশিবরাত্রি ২০২১ পারানা সময়

পারানা সময় যেকোন উপবাসের জন্য গুরুত্বপূর্ন বিষয়। তাই আমরা এই পোষ্টের মাধ্যমে পরন এর সময় তুলে ধরেছি। নিচে থেকে সময় দেখে নিতে পারেন

  • শিবরাত্রির পারানা শুরু হবে ১২ মার্চ ২০২১ ভোর ৬টা ৩৪ মিনিট থেকে বিকেল ৩টা ২ মিনিট পর্যন্ত।

দেখে নিন একাদশী পারন মন্ত্র

Conclusion:

That’s was all about Maha Shivratri 2021 (শিব রাত্রি ২০২১ সময়) Date Time for Bangladesh, India and Nepal. We hope you guys will be happy to get the time-table from our website.

এই পোষ্ট’টি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে সকল পূজার সময়সূচি পেতে পারবেন।

পেইজ লিংক: https://facebook.com/worldsonatoni

Leave a Comment